বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে ইজিবাইক চালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে শাহাজান আলী (৩০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছে। নিহত শাহাজান মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মনছের মোল্যার ছেলে। বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ফুলবাড়ি গেটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ফুলবাড়ি গ্রামের হারুন অর রশিদ বলেন, ‘বুধবার ভোরে আমার চাচি খাদেজা বেগম মারা যান। তার জানাজায় অংশ নিতে আসা স্বজনদের নিয়ে ইজিবাইকের ভাড়ায় এসেছিলেন শাহাজান। তিনি আমাদের বাড়িতে পৌছে যাত্রী নামিয়ে দিয়ে নিকটবর্তী রেললাইনের পাশে বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।’

কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুহাঃ মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন