Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

৬ শিংয়ের গরুর সন্ধান মিলেছে ঝিনাইদহে

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৬ শিং বিশিষ্ট গরুর সন্ধান মিলেছে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে দর্শনার্থীদের ভিড় বেড়েছে উপজেলার বহরমপুর গ্রামে।

সাধারণত একটি গরু বা গাভীর মাত্র ২টি শিং দেখা যায়। কিন্তু এখানে সন্ধান মিলেছে ৬ শিংওয়ালা গরুর । এ অস্বাভাবিক ও বিরল ঘটনাটি এলাকায় ও আশেপাশে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন জায়গা থেকে বিরল এ ঘটনা দেখতে আসতে শুরু করেছে দর্শনার্থীরা।

গরুর মালিক মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমি গরু পালন করে আসছি। এর আগে এমন বাছুর দেখিনি কোন দিন। তিনি বলেন, গত দুই বছর আগে গরুটি জন্মগ্রহণ করে। ওই বাছুরটি স্বাভাবিক গরুর মতোই ছিল। গরুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিংও বাড়তে থাকে । জন্মের ৬ মাস পর দেখা যায় আরও দুইটি শিং। এর কয়েক মাস পর দেখা যায় আরও দুটি শিংয়ের। বর্তমানে গরুটির মাথায় ৬টি শিং রয়েছে। তবে আরও শিং গজাতে পারে বলে মনে করছেন গরুর মালিক মোশারফ হোসেন।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর প্রাণি সম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, এটা জন্মগত হতে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন মানুষের হাতেপায়ে বাড়তি আঙ্গুল গজায়। ঠিক তেমন আর কি! এটা একটা বিশেষ গরু। ওই বিশেষ গরুটি দেখার আগ্রহও প্রকাশ করলেন ওই কর্মকর্তা। তবে এখনও পর্যন্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানান তিনি।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন