Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খৎনার দাওয়াত না পাওয়ায় আহত ৮

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে শৈলকুপায় সুন্নতে খৎনার অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় অন্তত ৮জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, বুধবার মনোহরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুলের জমিতে বদিয়ার হোসেনের ঝাড়ের বাঁশের আগা হেলে পড়ে। জমি চাষ করতে অসুবিধা হওয়ায় রফিকুল বাঁশের আগা কেটে দেয়। এ ঘটনাকে পুজি করে সুন্নতে খৎনার দাওয়াত না পাওয়ায় শুক্রবার বিকেলে রফিকুলের বাড়িতে অনুষ্ঠান চলাকালে বদিয়ার হোসেনের ছেলে রাজিব ও তার সমর্থকরা রফিকুলের বাড়িতে হামলা চালায়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে তৌহিদুল, রফিকুল, রাজিব সহ অন্তত ৮ জন আহত হয়। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স,কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এব্যাপারে শৈলকুপা থানার উপ-পরিদর্শক আমিরুজ্জামান বলেন, মনোহরপুর গ্রামে হামলার ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে।

খুলনা গেজেট/এসজেড

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন