Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

হরিণাকুনডু প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এসএসসিতে জিপিও-৫সহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৃষ্ঠপোষক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু।

“স্বপ্ন সাহস প্রজ্ঞা নিয়ে আগামীর পথ চলবো, অপসংস্কৃতির বেড়াজাল ভেঙে সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্যের ওপর ‘কথন সামাজিক সাংস্কৃতিক সংসদ’ নামে সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন হরিণাকুন্ডু সরকারি লালন শাহ কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউএনও সুস্মিতা সাহা, পৌরসভার মেয়র ফারুক হোসেন ও অধ্যক্ষ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে ছয় শতাধিক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও বঙ্গবন্ধুর অসামপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়। এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী শেষে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে দুপুরে তাঁদের মাঝে খাবার বিতরণ করা হয়।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন