Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঘন কুয়াশায় ট্রাকচাপায় কালীগ‌ঞ্জে ২ মোটরসাইকেল আরোহী নিহত

গেজেট ডেস্ক

ঘন কুয়াশার কারণে ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে উপজেলার শেষ প্রান্ত কয়ারগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনিরের ছেলে শাকিল হোসেন (২০) ও একই গ্রামের মিটুল বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস (২০)। তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধের ফার্মেসিতে কাজ করত। সকালে তারা কালীগঞ্জ থেকে ঝিনাইদহে যাচ্ছিল।

নিহতের স্বজনরা জানান, সকালে প্রচণ্ড কুয়াশার মধ্যেই সকালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহে যাচ্ছিল তারা। পথে ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় তারা মারা গেছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, সকালে ওই দুইজন মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিল। ঝিনাইদহে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খুলনা গেজেট/ বিএমএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন