Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যুবলীগ নেতা নয়ন হত্যাচেষ্টা মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

যুবলীগ নেতা নয়ন হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি মোঃ এনামুল কবির বিপ্লবকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ ঝিনাইদহ ক্যাম্পের অভিযানিক দল। বুধবার রাতে তাকে ঢাকার মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব ৬ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ একটি গ্রুপের সাথে বিরোধ চলে তার। ২৮ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৭ টার দিকে যুবলীগ নেতা নয়ন ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফিরছিল। সদর থানার বয়রাতলা ফকিরপাড়া এলাকায় পৌছালে কতিপয় সন্ত্রাসী তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। তারা যুবলীগ নেতা নয়নকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন। এ ব্যাপারে নয়নের বাবা বাদী হয়ে থানায় সদর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

পুলিশের পাশাপাশি ঝিনাইদহ র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব এ হত্যাচেষ্টা মামলার মূলহোতা ঢাকার মহাখালী এলাকায় বিপ্লবের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে ঝিনাইদহ থানায় হস্তান্তর করা হয়।

খুলনায় গেজেট/ বিএমএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন