Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কলা বাগানে পড়ে ছিল নবজাতকের মরদেহ

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে নবজাতাকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে কলা বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, এলাঙ্গী ইউনিয়নে মুজিব বর্ষে উপহার হিসেবে পাওয়া আশ্রয় প্রকল্পের ঘরের পাশে কলা বাগানে নবজাতকের লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

আশ্রয় প্রকল্পের বাসিন্দা সুফিয়া বেগম বলেন, গ্রামের মাটি কাটা মহিলাদের মাধ্যমে জানতে পারলাম কলা বাগানের ভেতর নবজাতকের মরদেহ পড়ে আছে। তাই দেখতে এসেছি। কার এবং কে ফেলে গেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

কোটচাঁদপুর থানার এস আই সিরাজ বলেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরে বাচ্চাটিকে আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/ এসজেড

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন