বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে করিমন উল্টে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বিচলিবোঝাই করিমন (শ্যালো ইঞ্জিনচালিত আঞ্চলিক যান) নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শাকিল খান নামে এক যুবক নিহত হয়েছেন। শাকিল উপজেলার রামচন্দ্রপুর এলাকার মশিয়ার রহমান খানের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আব্দুল রহিম মোল্ল্যা জানান, ভোরে গাড়িতে বিচালিবোঝাই করে রামচন্দ্রপুর থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন দুই ভাই। পথিমধ্যে খালকুলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে করিমনটি রাস্তার পাশের এক পুকুরে পড়ে যায়। এ সময় চালক শাকিল খান গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রহিম মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এব্যাপারে থানায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

খুলনা গেজেট/ বিএমএস

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন