Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

গেজেট ডেস্ক

ঝিনাইদহে পানিতে ডুবে কাফিন (৭) ও সাফিন (৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাফিন ও সাফিন উপজেলার কুশাবাড়িয়া গ্রামের সেনাসদস্য শিপন মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানান, কাফিন ও সাফিন দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশে খেলা করছিল। খেলতে গিয়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এসময় তাদের পানিতে ভাসতে দেখে এক শিশু পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, শিশু কাফিন কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। সাফিন তার ভাইয়ের সঙ্গে স্কুলে মাঝে মাঝে আসা-যাওয়া করতো। আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন