Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলনের নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সড়কের ট্রাক টার্মিনাল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদাহ পৌর শাখার সেক্রেটারি নিহত হয়েছেন। নিহত রাশেদুল শহরের কাঞ্চনপুর উত্তর পাড়ার শামসুল হকের ছেলে। দুর্ঘটনায় তার দুই শিশু সন্তান সুফিয়ান ও হুজাইফা আহত হয়।

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিনাইদাহ পৌর শাখার সেক্রেটারি ছিলেন। তিনি সুনামধন্য কাপড় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত দশটার দিকে রাশেদুল ইসলাম খাজুরা গ্রামের মাহফিল থেকে মোটরসাইকেল যোগে দুই ছেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন। এ ঘটনায় তার দুই শিশু সন্তান আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাশেদুল ইসলামের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন