Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘ‌র্ষে নিহত ১, আহত ৬

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সাইদ বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। নিহত সাইদ বিশ্বাস শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে।

আজ সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বিএলকে বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের মেম্বার মান্নান ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ৪ নং ওয়ার্ড বিষ্ণপুর গ্রামের মেম্বার কফিল উদ্দীনের।

সোমবার সকাল ৮টার দিকে বিএলকে বাজারে আব্দুল মান্নানের ভাতিজা তরিকুলকে হামলা করে কফিলের সমর্থক মতিউল, আমিন, হানিফ ও মাসুদসহ আরও বেশ কয়েকজন। পরে দুই মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হয় মান্নানের সমর্থক সাঈদ, শরিফুল ইসলাম, রেজাউল বিশ্বাস, গোলাম কিবরিয়া, শরিফ, বকুল এবং ইসমাইল। পরে হাসপাতালে নেয়ার পথে আব্দুল মান্নানের ভাই সাইদের মৃত্যু হয়।

এ নিয়ে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনা শোনার পর পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলেও জানান ওসি। তাই ফের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করেনি কোনো পক্ষ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন