Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে আলমসাধু চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লেগে নিহত হয়েছে আলমসাধু চালক। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের পারমথুরাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে বাপ্পি শেখ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঝিনাইদহ থেকে আলমসাধু নিয়ে হরিণাকুণ্ডু উপজেলার এ জি বি ইটভাটায় ইট আনতে যাচ্ছিলেন বাপ্পি শেখ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাসির উদ্দিন বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে এই দুর্ঘটনা ঘটে। যেহেতু তিনি সদর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন তাই বিষয়টি সদর থানা কর্তৃপক্ষ দেখবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দেওয়া হলে সেটি গ্রহণ করা হবে।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন