শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে মাকে ভরণপোষণ না দেওয়ায় সন্তান ও পুত্রবধু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে মা’কে ভরণপোষণ না দেওয়ায় অভিযোগে সরকারি কর্মকর্তা ছেলে ও পুত্রবধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্যাপারীপাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ দম্পতির ছেলে মো. সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা।

মামলার এজাহার থেকে জানা গেছে, জহুরা খাতুনকে তার সন্তান সাইফুল্লাহ ও পুত্রবধু বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। একইসঙ্গে ভরণপোষণ ও খেতে দিতেন না। এসব অভিযোগে বুধবার দুপুরে ছেলে ও ছেলের স্ত্রীর নামে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী জহুরা খাতুন।

ভুক্তভোগী জহুরা খাতুন বলেন, আমার শরীর খুব খারাপ। আমার হার্ট ব্লক। ছেলেকে বলার পরেও ডাক্তারে কাছে নিয়ে যায় না। ছেলে ও তার স্ত্রী আমাকে ঠিকমতো খেতে দেয় না। আমি কিছু বললে তারা আমাকে মারধর করত।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঝিনাইদহ প্রাইমারি টিসার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’র ইন্সট্রাক্টর সাইফুল্লাহ। তিনি দীর্ঘদিন অসুস্থ মা জহুরা খাতুনের ভরণপোষণ দেয় না । কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিত। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করে।

পুলিশ অভিযোগের বিষয়টি প্রেরণ করলে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও পুত্রবধু রুমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন