শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

হরিণাকুন্ডু প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির অভিযোগে মেহেদী হাসান নামে এক যু্বককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝিনাইদহের সিনিয়র সহকারি পুলিশ সুপার ( শৈলকুপা সার্কেল) অমিত কুমার। গ্রেপ্তারকৃত যুবক জেলার হরিণাকুন্ডু উপজেলার নারায়নকান্দি গ্রামের ইউছুপ শেখের ছেলে।

গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে সে ফেসবুকে সাইদুর রহমান নামে এক ব্যক্তির আইডিতে একটি পোস্টে মহানবী (সা:)  কে নিয়ে অবমাননাকর কমেন্ট করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তাকে গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আলোচনায় তাকে গ্রেপ্তারের আশ্বাসে ওই কর্মসূচী স্থগিত করে আন্দোলকারীরা।

শনিবার দুপুরে উপজেলা ঈমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় একটি মামলা করেন।

সিনিয়র সহকারি পুলিশ সুপার অমিত কুমার জানান, ফেসবুকে এ ঘটনা জানার পর শুক্রবার রাত থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। পরে শনিবার বিকেলে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন