রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

গেজেট ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লিখন হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে খালিশপুর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিখন হোসেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর এলাকার রাজনগর পাড়ার মিলন মিয়ার ছেলে। নিহত লিখন জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, সকালে মিলন হোসেন সকালে মোটরসাইকেলযোগে খালিশপুর যাচ্ছিল। পথে খালিশপুর তেল পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন