শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহ সীমান্তে আটক ৩৬

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দালালসহ আটক হয়েছে ৩৬জন। আজ সোমবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে ৫৮ বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৩ জন পুরুষ ও ১১ জন শিশু রয়েছে। তাদের বাড়ি ঢাকা, গোপালগঞ্জ, যশোর, নড়াইল, বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরা জেলায়।

বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর, মাটিলা ও খোসালপুর বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করে। ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহীন আজাদ জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া আমাকে জানান, আটককৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন