রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ হোসেন নামে সাড়ে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বেলা বারোটার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভেড়াখালি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোস্তাক হোসেনের ছেলে।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানায়, ঘরের মধ্যে খেলতে গিয়ে শিশুটি একটি মাল্টিপ্লাগের সকেটের মধ্যে হাত দেয়। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহেতর পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন