শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

হরিণাকুন্ডুতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ

হরিণাকুন্ডু প্রতিনিধি

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সরকারি লালন শাহ কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করে।

ওই প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলার দোয়েল চত্বর মোড়ে এক সমাবেশ করে।

এতে বক্তব্য দেন শিক্ষার্থী আশিকুজ্জামান, মুক্তার হোসেন, নিশান পারভেজ, হামিদুর রহমান, রিয়াজ হোসেন প্রমূখ।

বক্তারা এ ঘটনায় সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানো এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারত সরকারের প্রতি আহবান জানান।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন