শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

স্বামী মৃত্যুর পর মারা গেলেন স্ত্রীও

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে অসুস্থ স্বামী মাহতাফ মন্ডলের (৭২) মৃত্যুর ৪০ মিনিট পর স্ত্রী রেহেনা খাতুনের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলা রাঙ্গীরপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

সুত্রমতে জানা যায়, কৃষক মাহতাফ মন্ডল বেশকিছু দিন ধরে শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে অসুস্থ হয়ে নিজ বাড়িতে বিছানায় পড়ে ছিলেন। আজ ভোর অবনতির দিকে যায়। সে সময় স্ত্রী নিজেই আল্লাহর নাম কানে দেন। এরপর সকাল ৮টার দিকে সে মারা যায়। মৃত্যুর ৪০ মিনিট পর স্ত্রী রেহেনা খাতুন হার্ট অ্যাটাকে মারা যান।

সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন জানান, ঘটনাস্থলে এসে তাদের ছেলে-মেয়ে ও প্রতিবেশীর কাছে যেটি জানতে পেরেছি স্বামী-স্ত্রী মধ্যে গভীর ভালবাসা ছিল। সেকারণেই স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গেছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন