রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

ঝিনাইদহ পৌর, সুরাট ও পাগলাকানাই ইউনিয়নে নৌকার মাঝি যারা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা আব্দুল খালেক ঝিনাইদহ পৌরসভার মেয়র পদে নৌকার প্রার্থী মনোনীত হয়েছেন।

শুক্রবার দলের মনোনয়ন বোর্ড সভা শেষে এই সিদ্ধান্ত নেয়।

এছাড়া সুরাট ইউনিয়নে কবীর হোসেন জোয়ারদার ও পাগলাকাইনা ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঝিনাইদহ পৌরসভার প্রশাসিনক কর্মকর্তা আসাদুজ্জামান চানকে নৌকার প্রার্থী করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

তবে দুইটি ইউনিয়নে মনোনয়ন পরিবর্তন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও অনেকে মন্তব্য করছেন।

এদিকে ঝিনাইদহ পৌরসভার চেক জালিয়াতির হোতা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চানকে নৌকার মনোনয়ন দেওয়ার দলের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। আসাদুজ্জামান চান দলের কোন নেতা ছিলেন না বলে অনেকেই দাবী করছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন