বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কালীগঞ্জে ৪২ হাজার লিটার মজুদ তেল উদ্ধার, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিহারীমোড় থেকে ৪২ হাজার ২৪ লিটার মজুদ করা ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে।

আজ (১২ মে) বৃহস্পতিবার দুপুরে আরএস অয়েল মিলের গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান উক্ত তেল উদ্ধার করা হয়।

অনুসন্ধানী তথ্যমতে, কালীগঞ্জ পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালকসহ অভিযানের সময় ৪২হাজার ২৪ লিটার মজুদ করা ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার ৬০৪ লিটার তেলের বৈধ কাগজপত্র নেই বলে জানা গেছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযুক্ত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করে আদায় করেছে।

কালীগঞ্জ পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলমগীর কবির জানিয়েছেন, এই অভিযান অব্যাহত থাকবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন