শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে এমপির মামলায় গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনকে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (৩০এপ্রিল) বিকালে পৌর এলাকার মেইান বাসস্টান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ শাহিন পৌর শহরের রেলস্টেশন পাড়ার মৃত শেখ ফজলুর রহমানের ছেলে।

পুলিশ সুত্র বলছে, তার বিরুদ্ধে ২০২১ সালের ১৮ই ডিসেম্বর ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের একান্ত সহকারি (পিএস) সুফল কুমার বিশ্বাস বাদী হয়ে মহেশপুর থানায় শেখ শাহিন ও সাবেক সাংসদ নবী নেওয়াজের ভাইপো আতিয়ার রহমান সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দলের এমপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস প্রদান করেন ছাত্রলীগ সভাপতি সেখ শাহীন।

বর্তমানে মামলাটি ডিবি পুলিশের হাতে রয়েছে। মামলার অপর আসামি সুমন কারাগারে রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন