শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ি আটক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী আহসান উল্লাহ (৩৬)। আটক আহসান উল্লাহ ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের আবু সুলতানের ছেলে।

রবিবার রাতে শহরের ভূমি অফিসের পাশ থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই জাকারিয়া মাসুদের নেতৃত্বে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন