শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে রশিদ ছাড়া তেল সংরক্ষণ-বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ পৌরসভার ট’বাজার এর মেসার্স লক্ষী ভান্ডারকে দ্বিতীয় মেয়াদে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ মোহাম্মদ জিয়াউল হক কোন প্রকার ক্রয় রশিদ ছাড়া সয়াবিন তেল সংরক্ষণ ও বিক্রয় করায় দ্বিতীয় মেয়াদে এ জরিমানা আদায় করা হয়।

আজ (১৩ এপ্রিল) বুধবার সকালে সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এছাড়া বিভিন্ন তরমুজের দোকানে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় জরিমানা আদায় করে সতর্ক করা হয়।

রড সিমেন্টের দোকান গুলোতে ক্রয় রশিদ না থাকায় তিন দিনের সময় দিয়ে মূল্য তালিকা টাঙ্গানো সহ ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ন চন্দ্র বিশ্বাস স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সদর উপজেলা ঝিনাইদহ এবং মোঃ আমিনুর রহমান টুকু স্যার সভাপতি ক্যাব ঝিনাইদহ জেলা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ পুলিশ লাইনের সদস্যবৃন্দ।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন