শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে অস্ত্র মামলায় যুবক‌কে ১৭ বছরের কারাদণ্ড

‌নিজস্ব প্রতি‌বেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের জজ মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

মামলার বিবরণে প্রকাশ, ২০১৭ সালের ৯ জানুয়ারি সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রাম থেকে একটি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ মনিরুল ইসলাম নামের এক যুবককে আটক করে সদর থানা পুলিশ। এ ঘটনায় ওই দিন সদর থানার এস আই ফজলু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

দীর্ঘ ৫ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত তাকে অস্ত্র আইনের ২টি ধারায় মোট ১৭ বছরের কারাদণ্ড দেন।

 

খুলনা গে‌জেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন