শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় ফেন্সিডিলসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) । রবিবার (৩ এপ্রিল) ভোরে মহেশপুর উপজেলার সীমান্তের মাটিলা গ্রাম থেকে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়।

আটককৃতরা হলো-মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে রমজান আলী (৪২) ও মৃত বদিয়ার হালসানার ছেলে সুরুজ হালসানা (৩০)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার মাটিরা গ্রামে দুই মাদক কারবারি ভারতীয় ফেনসিডিল বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে। বিজিবির টহল দল এসময় ওই গ্রামে অভিযান চালালে তাদের হাতেনাতে আটক করে।আটককৃতদের কাছে থাকা ব্যাগ তল্লাসী করে ৭৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদের মাদকদ্রব্যসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/কেএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন