শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে সীমান্তে নারী-শিশুসহ আটক ৫

নিজস্ব প্রতি‌বেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় নারী-শিশুসহ ৫জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। রবিবার (৩ এপ্রিল) ভোরে মহেশপুর উপজেলার বাশবাড়ীয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া রাধাগঞ্জ গ্রামের দিজেন হালদারের ছেলে মানিক হালদার (৩৪), তার স্ত্রী মুক্তি গাইন (১৮), ডুমুরিয়া থানার বেন্নাবাড়ী গ্রামের মমতা বল্লব (৫০), রকি বল্লব (১৬), ভাঙ্গারহাট পশ্চিম হাজরাবাড়ী গ্রামের চায়না সেন (২০)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন অবৈধভাবে মহেশপুর সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করছে। এরপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের সবার বাড়ি বাংলাদেশে।

আটককৃতদের ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন