Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সাব্দারপুর ইউনিয়নের দুর্গাকুন্ডু গ্রামের একটি বাগান থেকে নুপুর খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত নুপুর খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল ব্যাপারীর স্ত্রী।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, বেলা ১১টার দিকে দুর্গাপুর গ্রামের গোরস্তানের পাশে একটি বাগানে নুপুর খাতুনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এসময় নিহতের চোঁখ উপড়ানো ও গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া যায়।

পুলিশ জানান, নুপুর খাতুন গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন