শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

হরিণাকুণ্ডুতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে লিখন মিয়া (২০) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কেষ্টপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের লাল্টু সর্দারের ছেলে।

সিপিসি-২, র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৬, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার মেজর মো.শরীফুল আহসান জানান, ওই এলাকায় মাদকের কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়। তাকে নিয়মিত মামলায় হরিণাকুণ্ডু থানা পুলিশে দেওয়া হয়েছে।

হরিণাকুন্ড থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, গ্রেপ্তার যুবককে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন