শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শৈলকুপায় ৬৫ হাজার লিটার মজুদ তেল জব্দ, জ‌রিমানা

নিজস্ব প্রতি‌বেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় ৩২০ ব্যারেল সয়াবিন তেলের অবৈধ মজুদ পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ই মার্চ) রাতে উপজেলার কবিরপুর বাজারে দুটি গুদামে ৬৫ হাজার লিটারের বেশি অবৈধ মজুদ তেল পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিকে মাত্র ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল সয়াবিন তেলের অবৈধ মজুদ রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে এ জরিমানা করেন।

শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল জানান, অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে চড়া দামে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী এমন খবরে কবিরপুর এলাকায় অভিযান চালানো হয়। সেসময় কবিরপুর এলাকার ব্যবসায়ী শংকর কুমার কুন্ডুর গুদামে প্রায় ৩০০ ব্যারেল সয়াবিন তেল মজুদ পাওয়া যায়, যার পরিমাণ ৬১ হাজার লিটারের বেশি। এছাড়া রাজু কুন্ডু নামের আরেক ব্যবসায়ীর গুদামে ২০ ব্যারেল তেল মজুদ পাওয়া যায়, যার পরিমাণ ৪ হাজার ৮০ লিটার।

অতিরিক্ত মজুদ রাখার অপরাধে শংকর কুন্ডুকে ২০ হাজার ও রাজু কুন্ডুতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মজুদকৃত তেলের ব্যাপারে পরবর্তীতে সিন্ধান্ত জানানো হবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল।

খুলনা গে‌জেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন