শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে হত্যা মামলার আসামির মস্তক বিছিন্ন লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সদর উপজেলা খাজুরা জোয়ার্দ্দার পাড়ায় রিপন হত্যা মামলার প্রধান আসামি আবন মন্ডলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দেহ থেকে মস্তক বিছিন্ন করেছে প্রতিপক্ষরা।

রবিবার (১৩ মার্চ) রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আবন মন্ডল খাজুরা পশ্চিমপাড়ার সালামত মন্ডলের ছেলে।

বিভিন্ন সুত্রে জানা গেছে, আবন মন্ডল কাজ শেষ করে মোটরসাইকলে যোগে বাড়ি ফিরছিল। আগে থেকে অপেক্ষায় থাকা প্রতিপক্ষরা পথিমধ্যে গতিরোধ করে প্রকাশ্যে দিবালোকে তাকে কুপিয়ে হত্যা করে দেহ থেকে মস্তক বিছিন্ন করে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ব্যবস্থা রাখা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন