শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

হরিণাকুণ্ডুতে বাল্য বিবাহ পন্ড

হরিণাকুণ্ডু প্রতি‌নি‌ধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । বিয়ের আসরেই বরকে করা হয়েছে ১০ হাজার টাকা জরিমানা। আর কনের বাবার কাছ থেকে নেওয়া হয়েছে অপ্রাপ্ত বয়সে বিয়ে না দেওয়ার মুচলেকা।

শুক্রবার দুপুরে উপজেলার জোড়াদহ গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেণ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সেলিম আহম্মেদ।

তিনি জানান, ওই গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে জোর করে বাল্য বিয়ে দেওয়া হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। পরে বিয়ের আসরেই বরকে ওই জরিমানা করা হয়। আর কনের বাবার কাছ থেকে নেওয়া হয় মুচলেকা।

খুলনা গে‌জেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন