শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধুর মৃত্যু

গে‌জেট ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বাবরা গ্রামে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছে। বুধবার (৯ মার্চ) সকাল ৮টার দিকে গ্রামের ভিতর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধুর নাম হালিমা বেগম (৫০)। তিনি বাবরা গ্রামের ইব্রাহিম হোসেনের মা।

স্থানীয়রা জানায়, হালিমা বেগম প্রতিদিনের ন্যায় সকালে বাড়ীর পাশে চাতালের পানির ফিল্টার থেকে কলসি ভরে পানি নিয়ে বাড়ি ফিরছিলেন। সে আব্দুর রশিদের মুদি দোকানের সামনে পৌঁছালে এক যুবক দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে সড়কের উপর ছিটকে পড়ে  আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন