শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে হঠাৎ ঝড়ে কৃষকের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে হঠাৎ তীব্র বাতাস ও ঝড়ে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে শত শত কলা গাছসহ অন্যান্য ফসল ভেঙে মাটির সাথে মিশে গেছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

আজ শুক্রবার (২৫শে ফেব্রুয়ারি) সকালে ৬টি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ পরিদর্শন করে ঝড়ের এই তাণ্ডব লক্ষ করা যায়।

পরিদর্শনে দেখা যায়,  বৃহস্পতিবার রাতে ব্যাপক ঝড় বৃষ্টি বয়ে যায়। এতে করে আশপাশের কয়েকটি অঞ্চলজুড়ে বাতাসের তীব্র গতিবেগের কারণে মাঠের কলাগাছ রাতেই দুমড়েমুচড়ে যায়। এছাড়াও বেশ কিছু টিনচালের ঘর ও দোকানের চাল উড়ে গেছে। অন্যদিকে বিভিন্ন বাগানের মেহগনি গাছ ও গম মাটিতে পরে থাকতে দেখা যায়।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী জানান, ইতিমধ্যে আমরা খোঁজখবর নিতে শুরু করেছি। আর আমাদের কাছে তো সবসময় সাহায্য সহযোগিতা করার মতো অর্থ থাকে না। তাই ক্ষতিগ্রস্তদের নামের তালিকা পেলে আমরা ওপর মহলকে অবগত করবো।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন