বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
পুলিশের কল্যাণ সভা

ঝিনাইদহে ১৬ পুলিশ সদস্য পেল ভালো কাজের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ

ঝিনাইদহ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।কল্যাণ সভার সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম।

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম সকল অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । তিনি পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন এবং তার সমাধান দেন।

এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের ১৬ জন পুলিশ সদস্যের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ঝিনাইদহ সদর সার্কেল আবুল বাশার, সিনিয়র সহকারী পুলিশ সুপার শৈলকূপা সার্কেল অমিত কুমার বর্মন, ডিআইও-১, আরআই পুলিশ লাইন্স, সকল থানার অফিসার ইনচার্জগণ, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টরসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন