শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কালীগঞ্জে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে জরিমানা

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বারবাজার এলাকায় তালা প্রতিকের নওশের আলীকে দুই হাজার টাকা ও বুধবার সন্ধ্যায় ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে টিউবওয়েল প্রতিকের আবদার রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দুই মেম্বার প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করছেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রার্থীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন