বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

হরিণাকুন্ডুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইজিবাইকের ধাক্কায় এলেম মালিতা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কালাপাড়িয়া গ্রামের পশ্চিম পাড়া এলাকায় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত-বুদই মালিতার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই ব্যক্তি সকালে হাটতে বের হন। তিনি কালাপাড়িয়া-কুলবাড়িয়া সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুত গতির ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহমিদা তাসনিন স্মৃতি জানান, দুর্ঘটনায় ওই ব্যক্তি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নিহত ব্যক্তি সড়কের একদিক থেকে অন্যদিকে পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন