বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

দাম নিয়ে শঙ্কায় ঝিনাইদহের পাট চাষিরা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের পাট চাষিরা এখন পাট কাটতে, পানিতে জাগ দিতে, আবার কেউবা পাট থেকে পাটের আঁশ ছড়াতে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা জানান, গত বছর পাটের দাম ভালো হওয়ায় পাট চাষে আগ্রহ বেড়েছে। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত পাটের বাজার ভালো থাকলেও শেষ পর্যন্ত থাকবে কিনা এ নিয়ে শংকায় পড়েছে তারা।

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর এর পাট চাষি মিজানুর রহমান বলেন, আগে পাটের ভালো দাম না পাওয়ায় অন্য ফসলের দিকে ঝুঁকেছিলেন। কিন্তু দু’বছর পাটের দাম ভালো পাচ্ছি। বিশেষ করে গত বছর প্রতিমণ পাট বেশি দামে বিক্রি করতে পেরেছি। এ কারণে চাষিরা আবারো পাট চাষের দিকে ঝুঁকে পড়েছে। চলতি মৌসুমী পাট চাষের জন্য আবহাওয়া অনুকূলে থাকায় পাট ভালো হয়েছে।

আনোয়ার নামে এক পাট চাষি জানান, চলতি বছরে নতুন পাটের প্রতিমণ বর্তমান বাজার দাম ২ হাজার ২ শত থেকে ২ হাজার ৫ শত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে বাজারে যথেষ্ট পরিমাণে পাট উঠা শুরু হলে দাম কেমন হবে সে বিষয়ে আশঙ্কায় আছি।

ঝিনাইদহের শহরের পাট ব্যবসায়ী জাহিদুর রহমানের সাথে কথা বলে জানা গেছে, তারা বর্তমানে প্রতি মণ পাট ২ হাজার থেকে আড়াই হাজার টাকা দরে কিনছেন। ঝিনাইদহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ২২ হাজার ৬ শত ৬০ হেক্টর জমিতে পাট আবাদ করেছে চাষিরা।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন