Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডুতে সরকারি বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সরকারের দেওয়া কঠোর লকডাউনের ২য় দিনে বিধিনিষেধ অমান্য করায় সাত জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ জুলাই) শহরের দোয়েলচত্বর, হাসপাতাল মোড়সহ উপজেলার বিভিন্ন বাজারে অভিযানকালে এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করে রাস্তায় অহেতুক ঘোরাঘুরি, মাস্ক ব্যাবহার না করা, মোটরসাইকেলে বৈধ কাগজপত্র না থাকা, বিধিনিষেধ বহির্ভূত দোকান খোলা রাখাসহ নানান অপরাধে সাত জনকে ৪ হাজার এক শ’ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বলেন, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

 

খুলনা গেজেট /এমএইচবি

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন