Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে সাধনা রানী (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। সাধনা রানী শহরতলীর দিগনগরের কৃষ্ণ কুমারের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে।

প্রতিবেশী সূত্রে জানাযায়, মৃত্যু সাধনা রানী সকালে নিজ ঘরে কাজ করছিল। অসাবধানতা বসত বিদ্যুৎতের তারের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। টেরপেয়ে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ বলেন, মৃত্যু নারীর শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় রক্তশুন্যতা ও হার্টব্লকের কারণে মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন