Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ব্যবসায়ীর হারানো ১০ লাখ টাকা উদ্ধার করলেন পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

বর্তমান সময়ে পুলিশ যতটা মানবিক, ঠিক ততটাই জনসাধারণের আস্থা অর্জন করে চলেছে। করোনাকালে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। ঝুঁকি আছে জেনেও করোনার মধ্যে সম্মুখসারীর যোদ্ধা হিসেবে মানুষের যানমালের নিরাপত্তায় দায়ত্ব পালন কর করছেন। তারই ধারাবাহিকতায় বুধবার (১৪ জুলাই) রাতে ঝিনাইদহের কালিগঞ্জে এক ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১০ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে তার নিকট হস্তান্তর করলেন পুলিশ।

এর আগে, মঙ্গলবার (১৩ জুলাই) সকালে কালীগঞ্জ শহর আড়পাড়া নতুন বাজার এলাকায় ছাগল ব্যবসায়ী আমির হোসেন ভুল করে এক ভ্যানের উপর অসাবধানতায় টাকার ব্যাগ রেখে চলে য়ায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন সেই ব্যবসায়ী। ভুক্তভোগী কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামের ছাগল ব্যাবসায়ী আমির হোসেন মঙ্গলবার সকাল ৮ টার দিকে বারবাজার হাটে ছাগল কেনার উদ্দেশে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা এস আই জাকারিয়া মাসুদ ও এ এস আই তারিকুজ্জামান তাৎক্ষনিক ঘটনাস্থল ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ভ্যান চালকের নিকট থেকে টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার করা টাকা ওই ব্যবসায়ীর নিকট হস্তান্তর করা হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন