Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে অস্ত্র ও কার্তুজসহ দুই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে ওয়ান শুটারগান ও কার্তুজসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আইন শৃঙ্খলা বাহিনীটির ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা জেলার হরিণাকুন্ড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাদেরকে গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার ।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানাধীন পারদখলপুর (বরিশখালী) বাজার বটতলা মোড় এলাকা থেকে একই এলাকার আলফাজ উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০) ও আব্দুল সাত্তারের ছেলে সাগর আলীকে (৩৭) গ্রেপ্তার করে । এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ৪ রাউন্ড কার্তুজ, নগদ ৫ হাজার টাকা ও ১ টি মোটরসাইকেল, ২ মোবাইলসহ ৪ টি সিমকার্ড উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন