শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মণিরামপুরে গাঁজাসহ বিক্রেতা আটক

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ প্রকাশ বাগচী (৪০) নামের এক বক্রিতোকে আটক করেছে। এসময় তার কাছ থেকে গাঁজা বিক্রির টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। আটক প্রকাশ বাগচী উপজেলা বাহাদুরপুর গ্রামের প্রফুল্ল বাগচীর পুত্র।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ প্রকাশ বাগচীকে আটক করা হয়। আটকের পর তাকে মণিরামপুর থানায় সোপর্দ করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন