Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে বেড়েই চলেছে করোনা, একদিনে শনাক্ত ৯৯

যশোর প্রতিনিধি

যশোরে ক্রমশ বাড়ছে করোনা ভাইরাসের প্রভাব। কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারছেনা স্বাস্থ্য বিভাগ।সাধারণ মানুষের মধ্যেও অসচেতনতা জেঁকে বসেছে। মাস্ক পরা ভুলেই গেছে অনেকে। সামাজিক নিরাপদ  দূরত্বের বালাই নেই এখন যশোরে। আর এসব কারণেই প্রতিনিয়ত যশোরে বাড়ছে করোনা সংক্রমণের হার।

গত বৃহস্পতিবার ও শুক্রবার যশোরে করোনা শনাক্ত হয়েছে ১শ’৪৪ জনের। আর শনিবারে শনাক্ত হয়েছে ৯৯ জন। যা এ যাবতকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এদিন যশোরে আক্রান্ত ৯৯ জনের মধ্যে যশোর সদরের রয়েছেন ৪৯ জন। কেশবপুরের ১৩, ঝিকরগাছার ১২, মণিরামপুরের ৯, শার্শার ৬, অভয়নগরের ৫ ও চৌগাছার রয়েছে ৫ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র রেহনেওয়াজ রনি। তিনি জানান, যবিপ্রবি থেকে আসা যশোরের ১শ’৮৫ জনের নমুনার মধ্যে ৭৬ জন ও খুলনা মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা ৪৪ নমুনার মধ্যে ২৩ জনের শনাক্ত হয়েছে।

এ নিয়ে যশোরে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২৭শ’৬২ জন। মারা গেছে ৩৬ জন ও সুস্থ হয়েছে ১৬শ’৩২ জন। শনাক্তদের বাড়ি লকডাউনের কার্যক্রম চলছে বলে তিনি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন