Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে নবাগত ইউএনও’র যোগদান

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম যোগদান করেছেন। সোমবার(৫জুলাই)আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে সুনামগঞ্জের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৮ জুন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয় চৌকস এই প্রশাসনিক কর্মকর্তাকে। তাঁর গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর গ্রামে।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অপর এক আদেশে জীবননগর উপজেলায় কর্মরত নির্বাহী অফিসার এস, এম, মুনিম লিংকনকে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়।

নবাগত ইউএনও আরিফুল ইসলাম, মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও উপজেলার সকল শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে জীবননগর উপজেলাকে আরও এগিয়ে নিতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন