Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে বিজিবির অভিযানে নারীসহ আটক ৪

জীবননগর প্রতিনিধি

জীবননগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি) এর অভিযানে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারীসহ চারজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার করিমপুর বাবুর চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় তাদেরকে আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধিনস্ত জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা উপজেলার করিমপুর বাজারের বাবু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তিনজন পুরুষ, একজন নারীসহ চার বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, মাগুরা জেলার সদর থানার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভন বিশ্বাস (২৪), তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস (২২), একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) ও নির্পেন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাস (২৩)।

আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করা ও অবৈধভাবে সীমান্ত পারাপার করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় জীবননগর থানায় মামলা দায়ের করে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন