Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেহেরপুরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন দম্পতি

গেজেট ডেস্ক

কেমোথেরাপি দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন স্বামী স্ত্রী। মঙ্গলবার সকালে গাঁড়াডোব-আমঝুপি সড়কের আমঝুপি কবরস্থানের কাছে মাইক্রোবাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, মেহেরপুরের মুজিবনগরের কোমরপুর গ্রামের খোরশেদ আলম মল্লিকের ছেলে আব্দুস সাত্তার ও তার স্ত্রী সারা খাতুন।

মাইক্রোচালক সদর উপজেলার চাঁদবিল গ্রামের রিদুয়ান জানান, খোড়াখুড়ির কারণে ও সড়কটিতে মাটিতে পড়ে থাকায় পিচ্ছিল ছিলো। কবরস্থানের কাছে গিয়ে মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সারা খাতুন। আব্দুস সাত্তারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

কোমরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মেজবাহ উদ্দীন বলেন, আব্দুস সাত্তার দীর্ঘ দিন যাবৎ ক্যানসারে আক্রান্ত ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজে উনার চিকিৎসা চলছিলো। রাজশাহী থেকে কেমোথেরাপি দিয়ে মাইক্রোতে করে বাড়ি ফিরছিলেন তারা।

তিনি আরো জানান, সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন