বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বনবিড়ালের ফাঁদ কেড়ে নিলো যুবকের প্রাণ

জীবননগর প্রতিনিধি

জীবননগরে বনবিড়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বকুল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় উথুলী ইউনিয়নের শিয়ালমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বকুল হোসেন শিয়ালমারী গ্রামের তুরাপ আলীর ছেলে।

নিহতের পরিবার জানান, বকুল হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কুবতর পালতেন। প্রায়ই রাতে বনবিড়াল কবুতরের ঘরে হানা দিয়ে কবুতর খেয়ে ফেলতো। রোববার রাতে বন বিড়ালের হাত থেকে কবুতরগুলো রক্ষার জন্য কবুতর ঘরের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন বকুল হোসেন। একইদিন রাত সাড়ে ৩টায় কবুতর ঘরে বনবিড়াল প্রবেশের শব্দ পেয়ে তড়িঘড়ি করে তা মারতে যান বকুল হোসেন। এসময় নিজের তৈরি ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন