Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লকডাউনে কঠোর অবস্থানে জীবননগর উপজেলা প্রশাসন

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বুধবার (১৪ এপ্রিল) ভোর থেকে  বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন এর নেতৃত্বে তৎপরতা চালাচ্ছে প্রশাসন ।

স্বাস্থ্যবিধি অমান্য ও বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করার কারণে অনেককে তাৎক্ষণিক গুণতে হচ্ছে জরিমানা ৷ মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে যাত্রীদের বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দিতে দেখা গেছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লকডাউন কার্যকর করতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। কাউকে অপ্রয়োজনে বাড়ির বাইরে আসতে দেয়া হচ্ছে না।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন জানান, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হওয়া যাবে না। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে জরুরি প্রয়োজন ব্যতিত ঘর থেকে বাহির না হওয়াসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হচ্ছে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন