বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

৪ কেজি গাঁজা ও ১৮৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গায় ৪ কেজি গাঁজা ও ১৮৯ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাত ২:২৫ এ র‌্যাব-৬ খুলনা (সদর কোম্পানীর) একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা বাসষ্টান্ড হাটের মোড় এলাকায় অভিযান চালায়। এসময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত মোঃ ইমরান (১৯) কে ৪ কেজি গাঁজা ও ১৮৯ পিচ ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব।

মোঃ ইমরান উত্তর চাঁদপুর (পশ্চিম পাড়া), ডামুড়হুদার বিল্লাল হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃত ইমরান কে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন